অতিরিক্ত গরমের চাপ সহ্য করতে না পেরে বাহিরে গিয়ে ডাব খেয়ে আসার জন্য বের হন চট্টগ্রামের নাইম।
কিন্তু ৩ দিন পার হয়ে গেলেও তিনি ফিরে আসেন নি।
শিকারী কুকুর দিয়ে আনাচে কানাচে খোজাখোজির পর গত ৩২ শে মার্চ স্থানীয় ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার করা হয় নাইমকে।

উদ্ধার হওয়ার পর এ বিষয়ে মুখ খুললেন আবদুর রহমান নাইম। তিনি বলেন, তিনি এলাকার রহিমা খাতুনের ডাবের দোকানে ডাব খেতে গিয়েছিলেন, কিন্তু রহিমার দোকানে তার গত ৪ মাসের ডাবের টাকা বাকী থাকায় দুস্টু রহিমা তাকে মুত মিশ্রিত ডাব খাওয়ায়। ডাব খেয়ে আর ঘরে ফেরা হলো না নাইমের। সেই যে অজ্ঞান হয়েছিলেন, এরপর থেকে 
আর কিছুই মনে নেই তার।

ভালো লাগলে শেয়ার করুন।।😁